আদালতের রায় মাথা পেতে নেবেন রুবেল
প্রকাশিত হয়েছে : ৭:১৪:২১,অপরাহ্ন ১৮ মে ২০১৫
নিউজ ডেস্ক :: অভিনেত্রী হ্যাপির দায়ের করা মামলায় আবারো জামিন পেয়েছেন রুবেল হোসেন। আগামী ২০ মে শুনানির দিন পর্যন্ত থাকছে জামিনের মেয়াদ। এর আগে এই মামলা আর না চালানোর ঘোষণা দেওয়া হ্যাপি আবার বেঁকে বসেছেন। রুবেলের অব্যাহাতির বিরুদ্ধে জানিয়েছেন নারাজি। তবে এসব নিয়ে উদ্বিগ্ন নন রুবেল। অপেক্ষায় আছেন আদালতের রায়ের।
এ ব্যাপারে এক সাক্ষাৎকারে রুবেল বলেন, ‘না,মামলা তোলেনি। তবে পুলিশের তদন্তে তার(হ্যাপির) কোনো অভিযোগেরই সত্যতা মেলেনি। মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে কোনো কিছুতেই অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু পুলিশের দেওয়া চূড়ান্ত রিপোর্টের ওপর সে নারাজি দিয়েছে। সে জন্যই শুনানি হবে। এই শুনানিতেও অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে মামলা বাতিল হয়ে যেতে পারে বলে আমার আইনজীবীরা আমাকে জানিয়েছেন। তবে আদালত যে রায়ই দেবেন,আমি তা মাথা পেতে মেনে নেব।’