আতশবাজি ফোটানোর সময় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:৫৫,অপরাহ্ন ১৮ মার্চ ২০২০
রংপুর নগরীর বেতপট্টিতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে আরএম বণিক নামে এক দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রথমে রংপুর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও ছয় ইউনিট যোগ দিয়ে প্রায় দুই ঘণ্টা পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাতের বিষয়ে তাৎক্ষণিক দায়িত্বশীল কেউ কিছু না বললেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগ কার্যালয়ে আতশবাজি ফোটানোর সময় আরএম বণিক দোকানে আগুন লাগে। পরে আশপাশের মার্কেটে ছড়িয়ে পড়ে আগুন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও র্যাবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এই মুহূর্তে বলা যাবে না। তদন্ত করে পরে এ বিষয়ে জানানো হবে।সূত্র: জাগোনিউজ