আজ থেকে দেশে free internet
প্রকাশিত হয়েছে : ১:৫৪:৩২,অপরাহ্ন ২২ এপ্রিল ২০১৫
তথ্যপ্রযুক্তি ডেস্ক :: আজ বুধবার থেকে internet.org-র মাধ্যমে ফ্রি ইন্টারনেট সার্ভিস চালু হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের যে কোন অপারেটর থেকে খুব সহজে ফেসবুকসহ বেশকিছু সাইট সম্পূর্ণ বিনামূল্যে ব্রাউজিং করতে পারবেন গ্রাহকরা। যদিও এজন্য ফ্রি সার্ভিস অ্যাকটিভ করতে হবে প্রথমে। যার জন্য প্রথমে internet.org এর অফিসিয়াল App টি আপনার ফোনে ইনস্টল করতে হবে। তারপর ওই App থেকেই বেশ কিছু সাইট বিনামূল্যে ব্রাউজ করতে পারা যাবে বলে জানানো হয়েছে।