আজকের এই দিনটির জন্যই অধীর অপেক্ষা ছিলো পরীমনির
প্রকাশিত হয়েছে : ৯:৫২:১২,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক : অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে পরীমনির অভিষেক হচ্ছে। ভালোবাসা সীমাহীন ছবি দিয়ে আজ পর্দায় আসছেন এই অভিনেত্রী। আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভালোবাসা সীমাহীন ছবিটি। নোমান কথাচিত্রের ব্যানারে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন জায়েদ খান, আনিসুর রহমান মিলন, পরী মনি, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, মিজু আহমেদ, রেবেকা প্রমুখ। ছবির গান লিখেছেন মুন্সী ওয়াদুদ ও সুদীপ কুমার দীপ। গানের সুর ও সংগীত করেছেন আলী আকরাম শুভ ও আহমেদ সাগির। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, মনির খান, এস আই টুটুল, ন্যান্সি, নির্ঝর, খেয়া, রূপম ও রমা।
ছবির পরিচালক শাহ আলম মণ্ডল জানান, ভালোবাসা সীমাহীন ছবিটি রোমান্টিক অ্যাকশন ধাঁচের। এই ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পরী মনির।
এখনো কোনো ছবি মুক্তি না পেলেও পরীমনির হিসাবে এরই মধ্যে ২৫টির বেশি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একের পর এক ছবির প্রস্তাব এসেই চলেছে তাঁর কাছে। কিন্তু এখন সেসব ছবির ব্যস্ততা ছাপিয়ে পরী উচ্ছ্বসিত তাঁর মুক্তি পাওয়া প্রথম ছবি নিয়ে। তিনি বলেন, ‘এই দিনটির জন্যই আমি অপেক্ষা করছিলাম। প্রথম ছবিকে ঘিরে আমার অনেক স্বপ্ন। দর্শক বড় পর্দায় আমাকে দেখবেন। খুবই ভালো লাগছে। তবে দর্শকেরা আমাকে কীভাবে গ্রহণ করবেন, তা ভেবে কিছুটা ভয়ও পাচ্ছি।’
ভালোবাসা সীমাহীন ছবিতে পরীমনির বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন ও জায়েদ খান। ছবিটি পরিচালনা করেছেন শাহ্ আলম মণ্ডল। পরীমনির এই ছবির সাফল্য বা অসাফল্যই বলে দেবে এত ছবির নায়িকা হওয়া এই মেয়ে ঢালিউডে কত দূর যাবেন।