নিউজ ডেস্ক:: সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে ৩ দিন ব্যাপী সিলেটের সর্ববৃহৎ ওয়াজ মাহফিল শুরু হবে কাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার। ১৪, ১৫ ও ১৬ নভেম্বর প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত মাহফিলে দেশের প্রখ্যাত আলেম ওলামাগণ বয়ান পেশ করবেন। বৃহস্পতিবার বাদ আছর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর ছাহেব চরমোনাই হুজুরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে।
ইতোমধ্যে ওয়াজ মাহফিলের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো মাঠজুড়ে প্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে। প্রায় লক্ষাধিক মুসল্লিদের ওয়াজ মাহফিল শুনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাহফিলের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ জেলা মুজাহিদ কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। মাহফিলে ওযু, ইন্তেজা সহ নামাজের সুব্যবস্থা রয়েছে। গাড়ি পার্কিং, জেনারেটর ব্যবস্থা, সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা রয়েছে।
এছাড়া মহিলাদের পর্দার সাথে ওয়াজ শুনারও বিশেষ ব্যবস্থা রয়েছে। সিলেটসহ হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে আগত মুজাহিদরা মাহফিল শুনে মাঠে রাত্রীযাপন করবেন। স্টেজ নির্মাণ, পর্যাপ্ত মাইক, লাইটসহ মাহফিলের সব রকম প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মাহফিলকে ঘিরে সিলেটের তৌহিদী জনতার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুরো সিলেট জুড়ে মাইকিং, পোস্টারিং, লিফলেট ও বিশেষ ব্যক্তিদের জন্য কার্ড দিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সিলেটের সর্ববৃহৎ এ ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকিরে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- ভারতের দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতী মুহাম্মদ আমীন পালনপুরী এবং নায়েবে আমিরুল মুজাহিদীন শায়খুল হাদীস আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
এছাড়াও আমন্ত্রিত মেহমান হিসেবে বয়ান পেশ করবেন- পীর সাহেব চরমোনাই (রহ.) এর সুযোগ্য খলিফা অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ ও হযরত মাওলানা আব্দুল আউয়াল, আল্লামা আহমদ শফী দা.বা. হুজুরের খলিফা হযরত মাওলানা মুফতী ওমর ফারুক সন্দ্বিপী, শায়েখ জাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার মহাপরিচালক হযরত মাওলানা মুফতী মিজানুর রহমান সাঈদ, নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, সুলতানপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল হক চৌধুরী, হরিপুর মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মুফতী মুহাম্মদ ইউসুফ, জামেয়া মাদানীয় কাজির বাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, জাউয়াবাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মোস্তফা কামাল, আল্লামা গহরপুরী রাহ. হুজুরের খলিফা মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালীউল্লাহ পীর সাহেব বরগুনা, গহরপুর মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান, হযরত মাওলানা হাফিজ রেজাউল করীম টাঙ্গাইল, জামেয়া মুহাম্মদীয়া বিশ^নাথ মাদ্রাসার নায়বে মুহতামিম ও মুহাদ্দিস মাওলানা ফয়জুর রহমান, মাওলানা নুরুল ইসলাম শায়খে বারইগ্রামী, বাঘা মাদ্রাসার মুহাদ্দিস ক্বারী মাওলানা হেলাল আহমদ, চতুল ঈদগাহ মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল হক। এছাড়াও স্থানীয় আলেম ওলামাগণ বয়ান পেশ করবেন। উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সাথে ওয়াজ শুনার বিশেষ ব্যবস্থা রয়েছে।