আখালিয়ায় ডাক্তারের বাসায় গৃহকর্মীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২:০৩:৫৬,অপরাহ্ন ২১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট নগরীর আখালিয়া তপোবন আবাসিক এলাকার ১০০ নং বাসায় সুরীফা ওরফে সোনিয়া (১৭) নামে এক কাজের মেয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে ডা. এসএমআই এইচ জালালীর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, আত্মহত্যার খবর পেয়ে লামাবাজার ফাঁড়ি পুলিশের এএসআই রবিউল হক মাসুম এর নেতৃত্বে একটি দল মৃতদেহটি উদ্ধার করে।
গৃহকর্মী সোনিয়া নেত্রকোনার কালিয়াজুড়ি বল্লি গ্রামের রজব আলীর মেয়ে। বাসার লোকজনের বরাত দিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রবিউল হক মাসুম জানান, সকালে বাসার লোকজনকে নাস্তা দিয়ে নিজের শয়নকক্ষে যায় সোনিয়া।
বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে তাকে না পেয়ে শয়নকক্ষে গিয়ে দেখা যায় দরজা ভিতর থেকে লাগানো। পরে জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় সোনিয়াকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে ঘটনাটি আত্মহত্যা উল্লেখ করে এসআই রবিউল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (নং-৮(৩)১৫) দায়ের করা হয়েছে।