আখালিয়ায় টিলা ধ্বসে শিশুসহ আহত ৩
প্রকাশিত হয়েছে : ৯:১৬:১৩,অপরাহ্ন ১১ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: বৃহস্পতিবার ভোররাতে নগরীর ৮নং আখালিয়া হাওলাদার পাড়া মোহনা আবাসিক এলাকায় টিলা ধ্বসে আহত হয়েছেন এক শিশুসহ ৩ জন। এছাড়াও বাড়ি প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আহতরা হলেন হেলাল আহমদের স্ত্রী রুবি বেগম (২৪), তার শিশু সন্তান নাঈম আহমদ (৭) ও বাসার কাজের মেয়ে রুবিনা বেগম (১৭)। তারা বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, আখালিয়া হাওলাদার পাড়ার এই টিলার মাটি কেটে বিক্রি করতে থাকেন ৮নং কাউন্সিলর ইলিয়াছুর রহমান। এ ঘটনায় তাকে এক লক্ষ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। আদালতের নির্দেশে টিলা কাটা বন্ধ করে রাখলেও গত কয়েকদিনের টানা বর্ষণে টিলার মাটি দুর্বল হয়ে পড়ে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে হাওলাদার পাড়ার বাসিন্দা ও আখালিয়া নবাবী মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি হেলাল আহমদের বাসা ও আহাদ আহমদের বাসায় টিলা ভেঙে পড়ে। টিলা ধ্বসে হেলাল আহমেদের বাসার রান্নাঘর-বাথরুমসহ বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও আহাদ আহমদের ঘরের কিছু অংশ ভেঙে পড়ে। এছাড়াও গ্যাস পাইপ লাইন ভেঙে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।
খবর পেয়ে জালালাবাদ গ্যাসের কর্মী পারভেজ ও রিপন দ্রুততম সময়ের মধ্যে উপস্থিত হয়ে গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
হেলাল আহমদ অভিযোগ করে বলেন, ‘কিছু দিন আগে তার বাড়ির পাশ্ববর্তী একটি টিলা থেকে মাঠি কেটে নেন স্থানীয় কাউন্সিল ইলিয়াছুর রহমান ইলিয়াছ। ফলে বৃষ্টিতে টিলাটি ধসে পড়েছে।
ওই টিলাটির মালিক আলী বাহার ইলিয়াছ বলেন, ‘টিলা ধসে রাস্তা বন্ধ হয়েছে। তবে কোনো বাড়ির উপর পড়েনি। এমন ঘটনা ঘটলে আমি শুনতাম।’
তবে স্থানীয় ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আখালিয়া মোহনা আবসিক এলাকায় একটি টিলা ধসে পড়ার খবর শুনেছি।’