আওয়ামী লীগকে ঢাকা থেকে সরাতে ৩০ মিনিট লাগবে: খোকা
প্রকাশিত হয়েছে : ৯:১৪:৩৪,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
আমেরিকায় অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, “র্যাব-পুলিশ আর বিজিবিকে ছেড়ে দেন। তখন দেখবেন আপনার লোকদের ঢাকা থেকে বিতাড়িত করতে ৩০ মিনিটের বেশী সময়ও লাগবে না। কতিপয় পান্ডা আর গুন্ডা দিয়ে যদি মনে করেন পার পেয়ে যাবেন, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন।”
১লা ফেব্রুয়ারি আমেরিকায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকা বলেছেন, “র্যাব, পুলিশ আর বিজিবিকে সাথে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে ঘুরাফেরা আর সেখানে বসে বিএনপিকে হুংকার দিয়ে লাভ নেই। বিএনপি জনগণের দল। ত্রুসফায়ার আর হুংকার দিয়ে জনতার আন্দোলনকে দমানো যাবে না।”
সাদেক হোসেন খোকা বলেন, “আমরা শান্তি চাই, বাংলাদেশকে ভবিষৎ প্রজন্মের জন্য গড়ে তুলতে চাই। এদেশকে বিশ্ব দরবারে একটা সম্মানজনক স্থানে নিয়ে যেতে চাই। সেজন্য আপামর জনতাকে নিয়ে আমরা দেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যাব।”
তিনি শেখ হাসিনার সমালোচনা করে বলেন, “আপনি ২০ দলীয় জোটকে বলেন বিষফোঁড়া। আপনি যে কি ফোঁড়া আজকে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে।”
এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। আজ সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি এ আহবান জানান। খন্দকার মাহবুব হোসেন বলেন, “অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় সরকার বেসামাল হয়ে পড়েছে। তাই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন বলে মনে করি।”
তিনি বলেন, “খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা রাজনৈতিক প্রতিহিংসার একটি ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনাকে আমরা খালেদা জিয়ার নিরাপত্তার জন্য চরম হুমকি বলে মনে করি। খালেদা জিয়ার নিরাপত্তার যেকোন হুমকি দেশবাসী রুখে দাঁড়াবে এবং সরকারকে এর চরম মূল্য দিতে হবে।” এসময় সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।