আওয়ামীলীগ সরকার অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধ পরিকর: ইব্রাহীম
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:৫০,অপরাহ্ন ০১ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ইব্রাহীম বলেছেন, আওয়ামীলীগ সরকার অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধ পরিকর। এ সরকার ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়। প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তারিকভাবে কাজ করছে।
তিনি শুক্রবার বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলার রানীগঞ্জ গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রানীগঞ্জ গ্রামের মুরব্বি আব্দুল কুদ্দুছর সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তরুন আওয়ামীলীগ নেতা কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় তিনি আরোও বলেন, বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের সময় দেশে বিদ্যুতের উৎপাদন ছিল ৩ হাজার মেঘাওয়াট। বর্তমানে এ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুতের উৎপাদন ১১ হাজার মেঘাওয়াটে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চেয়ারম্যান এম. মুহিবুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমান, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিক, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জয়ন্ত দাশ সুমন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল দাশ, অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন, আওয়ামীলীগ নেতা রহিম উদ্দিন মেম্বার, কুতুব উদ্দিন মেম্বার, যুবলীগ নেতা আমিনুর রশিদ শামিম, সজল চন্দ, সাজু আহমদ, ছাত্রলীগ নেতা সোহান দে, তরুনলীগ নেতা আরিফ মাহমুদ শাহিন, আলাজুর রহমান, সেলিম আহমদ, যুবলীগ নেতা সাবুল, শামছুদ্দিন, ছাত্রলীগ নেতা ছাদিক মিয়া, আশরাফুল আমিন, বিকাশ চন্দ প্রমুখ।