স্পোর্টস ডেস্ক:: আইপিএল শেষে ঢাকা ফিরেছেন সাকিব আল হাসান। রবিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চলতি আইপিএলে এবারো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন তিনি।
মৌসুমের প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছিলেন একাদশে। জেতাতে পারতেন দলকেও। তার করা শেষ ওভারেই দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে নেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ শুভমান গিল। এরপর বেঞ্চে কাটালেন টানা ৮ ম্যাচ।
দলের দশম ম্যাচে সুযোগ পেলেন পুনরায়, পরিবর্তন এলো না ফলাফলে। তবু টিকে যান পরের ম্যাচের একাদশেও। কিন্তু যে লাউ সে কদু! এ ম্যাচে অবশ্য তার দায় নেই বললেই চলে। ভালো বোলিং করেন প্রথম তিন ওভারে। শেষ ওভারে যখন বল হাতে তুলে দেয়া হলো, বাকি তখন মাত্র ৪ রান। যা কি-না প্রথম বলেই নিয়ে নেন রাজস্থান রয়্যালসের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন।
ওয়ার্নার বলেন ‘হায়দরাবাদের ওপেনাররা আসরের শুরু থেকে দুর্দান্ত খেলেছে। একারণে তাঁদের মিডল অর্ডার সেভাবে ভালো খেলতে পারেনি।দুঃখ প্রকাশ করে তিনি আরো বলেন, মিডল অর্ডারে সাকিবকে মিস করবে হায়দরাবাদ।