আইপিএল কেলেঙ্কারিতে মুখ খুলেছেন ধোনি
প্রকাশিত হয়েছে : ১:১১:৩৮,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) এর রায়ের পর যখন ভারতীয় মিডিয়া দোষীদের সাথে সাথে অধিনায়ক ধোনিকেও ধুয়ে চলেছে, ঠিক সেইসময়ে এ বিষয় নিয়ে মুখ খুললেন ধোনি নিজেই। তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে কোন প্রমাণ না পাওয়ার পরও তাকে নিয়ে গল্প তৈরি করছে মিডিয়া।
ধোনি এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত অন্যতম দল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। যাকে নিয়ে শুরু থেকেই এই বিষয়ে বিতর্ক চলে আসছিলো। কিন্তু শেষপর্যন্ত ধোনির সঙ্গে ফিক্সিংয়ের কোন আঁতাত পাওয়া না যাওয়ায় মামলা তাকে নিয়ে সংশ্লিষ্ট কেউই আর প্রশ্ন তোলেনি। ফলে জড়িত না থাকার পরও তাকে নিয়ে কথা থামছেনা ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর।
ধোনি বলেন, ‘আমি মনে করি, যতই নিরপেক্ষ থাকিনা কেন যখনই ভারতের ক্রিকেট নিয়ে কথা আসে তখনই আমার দিকে তীর ছোঁড়া হয়। এখন আর কিছু মনে হয়না। আমার সহ্য হয়ে গেছে।’
আইপিএল নিয়ে ধোনি বলেন, ‘আমি কিছুই করিনি, তারপরেও আমাকে নিয়ে ছোট-বড় গল্প তৈরি হয়েছিলো। গল্প শেষ হয়েছে, আবার কয়েকদিনের মধ্যেই আমাকে নিয়ে ফের নতুন গল্প তৈরি হবে।’
প্রসঙ্গত, আইপিএল কেলেঙ্কারির রায়ে ধোনি রেহাই পেলেও আটকে গেছেন সাবেক বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন। এছাড়া রাজস্থান র্যয়ালস ও চেন্নাই সুপার কিংসের মালিকের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তাঁদেরকে দোষী সাব্যস্ত করেছে সুপ্রিম।