আইনজীবীদের দুগ্রুপে হাতাহাতি
প্রকাশিত হয়েছে : ৯:১৩:৩৭,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক:: চলমান হরতালে আদালতের কার্যক্রম চালু রাখা না রাখা নিয়ে সরকারপন্থি ও বিএনপি-জামায়াত জোটপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি ও ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ দিকে বিএনপি জামায়াতপন্থি আইনজীবীদের বাধার মুখে আদালতের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।
জানা যায়, চট্টগ্রাম আইনজীবী সমিতির পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী হরতালে আদালতের কার্যক্রমে অংশ নেন না আইনজীবীরা। গত কয়েকদিন ধরে সরকার সমর্থক আইনজীবীরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে হরতালে আদালত চালু রাখার চেষ্টা চালিয়ে আসছিলেন। গত রোববার ও সোমবার সরকার সমর্থক আইনজীবীদের প্রচেষ্টায় কয়েকজন বিচারক এজলাসে উঠে বিচার কাজ শুরু করতে চান। ওই সময় বিএনপি-জামায়াত জোটের সমর্থক আইনজীবীদের বিক্ষোভ ও প্রতিবাদের মুখে বিচারক এজলাস ত্যাগ করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকিন ইবনে মিনান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের একটি মিছিল আদালতের মূল ফটকে এলে সরকার সমর্থক আইনজীবীদের সঙ্গে তাদের ধাক্কা-ধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার পর আদালত চত্বরে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।