আইএসে যোগ দিতে নিজ সন্তানদের অপহরণ করলেন এক নারী
প্রকাশিত হয়েছে : ৬:৪৪:৫৮,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনে যোগ দিতে নিজের ছেলে ও মেয়েকে অপহরণ করেছেন নেদারল্যান্ডে বসবাসরত এক চেচেন নারী। ডাচ প্রসিকিউসন অফিস এ কথা জানিয়েছেন।
অপহরণকারী ওই নারী সন্তানদের নিয়ে নেদারল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর মাসট্রিখটে বাস করতেন। গত বছর অক্টোবরের পর তাদের কাউকেই আর দেখা যায়নি বলে জানিয়েছে স্থানীয়রা।
৩২ বছর বয়সী ওই ডাচ মা তার ৭ বছর বয়সী ছেলে এবং ৮ বছর বয়সী মেয়েকে গত অক্টোবরে দক্ষিণ নেদারল্যান্ডস থেকে অপহরণ করে সিরিয়ার রাক্কা শহরে নিয়ে যায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখেও চেচিয়ান বংশদ্ভূত এ নারী দুই শিশুসহ সিরিয়ায় পাড়ি জমান।
এদিকে চেচেন ওই নারীর ডাচ বংশোদ্ভূত সাবেক স্বামী এ ব্যাপারে কর্তৃপক্ষকে আগেই সাবধান করেছিলেন বলে জানা গেছে। তারপরও এ ঘটনা ঘটায় বেশ বেকায়দায় পড়েছে নেদারল্যান্ড কর্তৃপক্ষ। ঘটনাটিকে ‘অপহরণ মামলা’ হিসেবেই দেখছে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী। ওই নারীর বিরুদ্ধে এরই মধ্যে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
যদি সত্যি সত্যি তারা সিরিয়া পাড়ি জমিয়ে থাকে, তাহলে তাদের ফিরিয়ে আনার আশা খুবই কম বলে জানিয়েছেন ডাচ প্রসিকিউটররা।