অসুস্থ মান্না ঢাকা মেডিকেলে
প্রকাশিত হয়েছে : ৭:১১:৪৫,অপরাহ্ন ১১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এসেছে ডিবি পুলিশ।
দ্বিতীয় দফা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।
কার্ডিওলোজি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাওসিন জানান, মান্নার উচ্চরক্তচাপ রয়েছে। ভর্তির পর তাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মাহমুদুর রহমান মান্না ৭ মার্চ থেকে দ্বিতীয় দফায় ১০ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।