অভিযান চালিয়ে ৫৯জনকে গ্রেফতার করেছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ৭:৪০:২৬,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রংপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে কোতয়ালী থানা পুলিশ ২৭ জনকে, কাউনিয়া ও পীরগঞ্জে ১০ জন করে, মিঠাপুকুরে ৬, পীরগাছা ও বদরগঞ্জে ২ জন করে, গঙ্গাচড়া ও তারাগঞ্জ থানা পুলিশ একজন করে জন গ্রেফতার করে।
জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, হত্যা, খুন, ডাকাতি ও চুরিসহ জিআর এবং সিআর মামলা রয়েছে। এ সব মামলায় তারা পলাতক ছিলেন। পুলিশ সুপার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে স্ব স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ গ্রেফতার অভিযান পরিচালনা করেন।
এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম।