আর কে আকাশ, বাংলার মুখ : পাবনা শহরের দিলালপুরের মরহুম আলহাজ¦ আব্দুর রহমানের স্ত্রী সেরিনা রহমান (৯০) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুর ৩টায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বেলা ৯টায় পাবনা ভোকেশনাল স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে শহরের আরিফপুর কবরস্থানে তার লাশ দাফন করা হবে। সেরিনা রহমানের ৩ সন্তান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।
পাবনা জেলা আওয়ামী লীগের উপদেস্টা আ.স.ম আব্দুর রহিম পাকনের মাতা সেরিনা রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বিজয় ভূষণ রায়, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ¦ শরিফুল হক পলাশ, কামরুজ্জামান রকি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আবুল বাশার, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আলমগীর, প্রদীপ, মঞ্জু, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।