নিউজ ডেস্ক::ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা প্রথম সুপ্রিম কোর্ট দিবসের উদ্বোধন করে বেলুন উড়িয়ে দেন। পাশাপাশি আইনজীবী সমিতির রক্তদান কর্মসুচিতে যোগদান করেন। এসময় সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি উপস্থিত ছিলেন। আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে নতুন বছর উপলক্ষে বিচারপতি আইনজীবীসহ সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। অবকাশকালীন ছুটির পর আদালতের এজলাসে বসে আবদুল ওয়াহহাব মিঞা আইনজীবীসহ উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি’।
মঙ্গলবার (২ জানুয়ারি) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়।
সুপ্রিম কোর্ট দিবসের বিষয়ে হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের জানান, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর প্রথম কার্যক্রম শুরু করে। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবসকে প্রতি বছর সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের পূর্ব নির্ধারিত ছুটি থাকে। তাই এবারই প্রথমবারের মতো ২ জানুয়ারি উদযাপন করা হচ্ছে দিবসটি।
এ উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণে জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্ট দিবস উদযাপনসংক্রান্ত জাজেস কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার।