নিউজ ডেস্ক:: সিলেট নগরীর শাহপরাণ এলাকা থেকে গাঁজাসহ আব্দুল গাফফার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সে সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজারের মৃত আবদুল করিমের ছেলে। বর্তমানে শাহপরাণ এলাকার বাহুবল ময়না মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় শাহ্পরাণ এলাকার বাহুবল আবাসিক এলাকার শংকর ভেরাইটিজ স্টোরের সামনে টিলার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে গ্রেপ্তারকৃত আসামীকে শাহ্পরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ৯ সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।