সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাতনামা (৪০) এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ আগস্ট) বিকেলে পৌর এলাকার গয়লা শ্মশ্বান ঘাট এলাকায় যমুনা নদী তীর সংরক্ষণ বাঁধের নিচে ভাসমান অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, যুবকের মরদেহটি যমুনার মাঝখান দিয়ে ভাসতে ভাসতে এক পর্যায়ে নদী তীর সংরক্ষণ বাঁধের কাছে এসে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে গলিত মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মরদেহটি এতটাই গলে গেছে যে তাকে দেখে চেনার উপায় নেই। তার পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল। ধারণা করা হচ্ছে প্রায় একমাস ধরে উজান থেকে ভাসতে ভাসতে মরদেহটি এখানে এসে পৌচেছে।