নিউজ ডেস্ক:: রাজশাহী, সিলেট ও বরিশালে সিটি করপোরেশনের নির্বাচনে আগামী ৩০ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান।
সিইসি বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি পেয়েছি, এই তিন সিটিতে সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা নেই এবং আইনগত কোনোও সমস্যা নেই- এ কথা উল্লেখ করে সিইসি বলেন, তাই আগামী ৩০ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
সিইসি আরো জানান, তিন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।
তফসিল অনুয়ায়ী আগামী ২৮ জুন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ২ জুলাই যাচাই-বাছাই, ৯ জুলাই প্রত্যাহার এবং ১০ জুলাই প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে।
এছাড়া, সংসদ সদস্যদের প্রচারণায় সুযোগ রাখার সিদ্ধান্তে একজন ছাড়া বাকি ৪ নির্বাচন কমিশনার একমত হয়েছেন বলেও জানান সিইসি।
এর আগে, ২০১৩ সালের ১৫ জুলাই এই তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।