নিউজ ডেস্ক::একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক আর না করুক জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
চার দিনের সফরে গিয়ে রংপুরে আজ শনিবার (১৪ এপ্রিল) এরশাদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আমাকে পাঁচটি বছর জেল খাটিয়েছে জামিন দেননি খালেদা জিয়ার সরকার। আমাকে জেলে রেখে আমার প্রতি যে অত্যাচার করেছিলো তারই প্রতিফলন এখন হচ্ছে।
এসময় কোটা পদ্ধতি নিয়ে এরশাদ বলেন, ‘এটি বাতিল করা যৌক্তিক ছিলো না। কোটা নিয়ে যে আন্দোলন করেছিলো সেটা প্রধানমন্ত্রীর মনে খুব পীড়া দিয়েছিলো তাই হয়তো তিনি মনের দুঃখে কোটা পদ্ধতি বাতিল করেছেন। আমার মনে হয় তিনি মুক্তিযোদ্ধা কোটা রেখে কোটা পদ্ধতি সংস্কার করবেন।’