মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকার মনু নদীর পাড় থেকে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাদের ব্যবহৃত পিকআপভ্যানটিও আটক করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) ভোরে রায়শ্রী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ধণাশ্রী গ্রামের রশন চন্দ্র দেবের ছেলে বিশ্বজিত দেব (৩০), একই ইউনিয়নের রায়শ্রী গ্রামের রহমান মিয়ার ছেলে জহির মিয়া (২৬,) ও তার ছেটে ভাই আজিম মিয়া (২০)।
একাটুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সৈয়দ রুমেন আলী জানান, ভোরে রায়শ্রী এলাকার মনু নদীর পাড় থেকে কয়েকটি সেগুন ও আকাশি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে স্থানীয় লোকজন। এ সময় নাম্বার বিহীন একটি পিকআপভ্যানও আটক করা হয়।
মৌলভীবাজার ফরেস্ট লেঞ্জার ফিরুজ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯৭৭ সনের বন আইনে যাহা ২০০০ সনের সংশোধিত আইনের ৩৩ ধারা অপরাধে মামলা দায়ের করে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়।