আন্তর্জাতিক ডেস্ক:: দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি ডুবো ড্রোন জব্দ করেছে চীন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। চীনের কাছ থেকে ড্রোনটি ফেরত চেয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সমুদ্র জরিপ জাহাজ ইউএসএনএস বৌডিচ থেকে পানির নিচে ব্যবহৃত দুটি ডুবো ড্রোনকে জরিপের কাজে পাঠানো হয়। ড্রোন দুটি ‘সুবিক বে’ থেকে ১০০ মাইল উত্তর পশ্চিমে অপেক্ষারত জাহাজটিতে ফিরে যাওয়ার সময় চীনের যুদ্ধ জাহাজ একটি ড্রোন জব্দ করে। একটি বড় যুদ্ধজাহাজ থেকে ছোট নৌকায় করে নেমে নাবিকরা ড্রোনটিকে তুলে নিয়ে যায় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন জাহাজ থেকে এ সময় রেডিও বার্তার মাধ্যমে এটিকে নিজেদের সম্পদ দাবি করলেও চীনের নাবিকরা এতে কর্ণপাত করেনি।
পানির নিচে যুক্তরাষ্ট্রের এ ধরণের ড্রোনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আছে। কিন্তু দেশটির কর্মকর্তারা বলেছেন, ড্রোনগুলো শুধু সাগরের অবস্থা পর্যবেক্ষণ করছিল।
পেন্টাগন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে ক্রমেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে চীন। যুক্তরাষ্ট্র বারবার দাবি করে আসছে, চীন এ অঞ্চলে আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘন করছে। সর্বশেষ দক্ষিণ চীন সাগরে চীনের তৈরী সাতটি কৃত্রিম দ্বীপে ব্যাপক সামরিকীকরণ করেছে বলে ভূ-উপগ্রহ চিত্রে দেখা গেছে। এসব নিয়ে চীনের সাথে বহুনি ধরে তিক্ততা রয়েছে যুক্তরাষ্ট্রের।