রাঙ্গুনিয়া প্রতিনিধি::সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসী জেঠাতো ভাইয়ের মৃত্যুর সংবাদে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চাচাতো ভাই। রবিবার (১৪ মে) এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। প্রবাসে ও দেশে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট সিকদার পাড়া এলাকার আব্দুল কুদ্দুছ সিকদারের পুত্র সৌদি আরব প্রবাসী মো. ইলিয়াছ সিকদার (৫২) সৌদি আরবে নিজের কর্মস্থল থেকে ফেরার পথে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। দীর্ঘ ১ মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রবিবার (১৪ মে) সকাল ৫টায় সৌদি আরবের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে তার চাচাত ভাই একই এলাকার এরশাদ সিকদারের পুত্র মাহফুজ সিকদার (৩৮) সকালে তার মাকে সান্তনা দিতে যান। তিনি সকাল ৯টায় হাটহাজারীতে নিজের কর্মস্থলে মোটরবাইকে করে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাউজানের জলিল নগর (মদের মহাল) এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।