লালমনিরহাট শহরের সৈয়দ মোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ সোমবার দুপুরে মোসলেম উদ্দিন(২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু ঘটেছে। সে ওই এলাকার উমেজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দ মোড় বাজার এলাকায় শ্যালো পাম্পের মর্ডার ঠিক করতে গিয়ে মোসলেম বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
তাৎক্ষনিক লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।