আন্তর্জাতিক ডেস্ক:: ২০১২ সালে ইউটিউব ব্লক করে দিয়েছিল পাকিস্তান। টানা দুই বছর দেশটির নেটওয়ার্ক থেকে ইউটিউব খোলা যায়নি। এবার পাকিস্তানে বন্ধ হতে পারে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটার।
দেশটির মন্ত্রিপরিষদ সচিবালয়ের সিনেট স্থায়ী কমিটির কাছে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ) জানিয়েছে, ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো সরকার কর্তৃক আপত্তিকর মন্তব্য বন্ধ করার অনুরোধ মানলেও টুইটার তা মানছে না।
পিটিএ-এর ইন্টারনেট পলিসি অ্যান্ড ওয়েব অ্যানালিসিস বিভাগের পরিচালক জেনারেল নিসার আহমেদ বলেছেন, সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক পোস্ট ব্লক করতে পাকিস্তান থেকে ১০০টি অনুরোধের মধ্যে ৫টি অনুরোধ টুইটার রাখছে। বাকি ৯৫ শতাংশ অনুরোধ উপেক্ষা করা হয়েছে।
পিটিএ-এর পক্ষ থেকে আরও বলা হয়, এ সংক্রান্ত কোর্টের নির্দেশ টুইটারকে জানিয়ে দেয়া হয়েছে। কিন্তু এখনও কোনো জবাব মেলেনি। চূড়ান্ত নোটিসের জবাব না দিলে নিয়ন্ত্রক সংস্থা আদালতের নির্দেশ পালন করবে। অনুরোধ না মানলে ব্যবসা হারাতে হবে টুইটারকে। সূত্র : ডন।