নিউজ ডেস্ক:: বাংলাদেশের মত ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যেও ছেলেধরা গুজব চালু হয়েছে। সোমবার ওই রাজ্যে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাজ্যটির ডুয়ার্সের নাগরাকাটা থানা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকাটি জানিয়েছে।
প্রাথমিক ভাবে জানা গেছে, নিহত ব্যক্তি বহুরুপী সেজে বিভিন্ন বাজার এলাকায় অর্থোপার্জন করতেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ঠিকানা জানা যায়নি। সোমবার সকালে ওই ব্যক্তি নারী সেজে এলাকায় ঘুরছিলেন। তা দেখে শুলকাবাড়ি বাজারের কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই সময় কেউ কেউ ওই ব্যক্তিকে ছেলেধরা বলে সন্দেহ প্রকাশ করেন। তারপরেই কয়েকজন ওই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে। বাজারের মধ্যেই বাঁশ, লাঠি দিয়ে মারা শুরু করে। রাস্তার পাশে ফেলে রাখা পাথর দিয়েও থেঁতলে মারা হয়।
গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের নানা স্থানেও ‘ছেলেধরা’ র গুজব ছড়াচ্ছে বলে কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন জানিয়েছে। সংবাদপত্রটি লিখেছে, পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় সেই কারণে পুলিশ ও প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
কিন্তু তার মধ্যেই রোববার ও সোমবার দুজনকে মারধর করা হয়। এরপর ডুয়ার্সের ঘটনাটি ঘটল। মালের এসডিপিও দেবাশিস চক্রবর্তী আনন্দবাজারকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গুজবের জেরেই এই ঘটনা। আমরা এই গণপিটুনির সঙ্গে যুক্ত কয়েকজনের নাম জানতে পেরেছি। তাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণ কাজে মানুষের মাথা লাগবে বলে মাসখানেক আগে ফেইসবুকে গুজব ছড়ানো হয়। তবে যাতে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিল বাংলাদেশ সরকার। গুজব ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।