নিউজ ডেস্ক::ময়মনসিংহের নগরীর ত্রিশাল বাসস্ট্যাণ্ড এলাকায় স্বপন সরকার (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। নিহত যুবক নগরীর শেওড়া মুন্সীবাড়ি এলাকার বেনু সরকারের ছেলে। সে ময়মনসিংহ-ঢাকা রোডে এনা পরিবহন চালকের সহকারী বলে জানিয়েছেন পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ত্রিশাল বাসস্ট্যাণ্ড এলাকার নির্মাণাধীন ভবনের ৪র্থ তলায় দুর্বৃত্তরা স্বপন সরকার কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তার কারন জানাতে পারেনি পুলিশ।