বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনীর দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি উচ্চ প্রযুক্তির কারখানা, কর্মশক্তিতে উচ্চশিক্ষার উপস্থিতি ও গবেষণা কর্মকাণ্ডের মাধ্যমে এ তালিকায় শীর্ষে অবস্থান করে নিয়েছে। এছাড়া নরডিক দেশগুলোও এক্ষেত্রে এগিয়ে রয়েছে।
শীর্ষ ২০ উদ্ভাবনমুখী অর্থনীতির তালিকায় এশিয়ার তিনটি দেশ রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন উদ্ভাবনের দৌড়ে ২১ নম্বরে রয়েছে। ব্লুমবার্গ ইনোভেশন ইনডেক্সে এসব তথ্য উঠে এসেছে। উদ্ভাবন সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে নরডিক দেশ সুইডেন। এরপর রয়েছে যথাক্রমে জার্মানি, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র ও ইসরাইল।