
‘জাতিসংঘ ঘোষিত এসডিজি-২০৩০ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। এজন্য গণতন্ত্রের উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং অবহেলিত ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজেশন (সিএইচআরআইও)-এর বাংলাদেশ প্রতিনিধি মো. মোমিনুল হক।
তিনি বলেন, বিশ্বের ৪১৯টি দেশে সিএইচআরআইও কাজ করছে। তবে বাংলাদেশে সংস্থাটি এখনো পুরোদমে কাজ শুরু করিনি। প্রাথমিক কিছু কাজ চলছে, খুব শিগগিরই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
মো. মোমিনুল হক বলেন, বর্তমানে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থায় অশনিসংকেত দেখা দিয়েছে। মানুষ সামাজিক অবক্ষয়ের মধ্যে রয়েছে, সম অধিকার ও স্বাধীন চলাফেরা বাধাগ্রস্থ হচ্ছে। দেশের মানুষ চায় শান্তি। এর থেকে উত্তরণের জন্য সিএইচআরআইও অচিরেই কাজ শুরু করবে।
বাংলাদেশে সিএইচআরআইও এই প্রথম কাজ শুরু করতে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে বরে জানান তিনি।